গান শুনতে নিষেধ করায় ‘১ টাকার মোল্লা’ বলে ঘুষি! মাওলানার মৃত্যু

মাওলানা মাওলানা নুরুল হক জোহরের নামাজে যাচ্ছিলেন মাওলানা। এসময় পথেই গাছের নিচে বসে গান শুনিছিলেন মোহাম্মদ জাবের নামের এক কিশোর। যা দেখে ওই মাওলানা তাকে ধমক দিয়ে গান শুনতে নিষেধ করেন। এই নিয়ে মাওলানা এবং কিশোরের মধ্যে ঝগড়া শুরু হয়।

এসময় ঘটনার এক পর্যায়ে ওই কিশোর ‘এক টাকার মোল্লা’ বলে মাওলানাকে কিল-ঘুষি মারে। আর এতেই মৃত্যু হয় মাওলানার। আজ শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭নম্বর রোহিঙ্গা শিবিরে এমন ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর মোহাম্মদ জাব ও নিহত মাওলানা রোহিঙ্গা শিবিরের এ/৩ ব্লকের বাসিন্দা।

জানা গেছে, খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত রোহিঙ্গা জাবেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। রোহিঙ্গা শিবিরে নিয়োজিত ১৬, এপিবিএন কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

scroll to top