চাঞ্চল্যকর তথ্য; ইউরোপ থেকে প্রতিদিন ১৭ শিশু নিখোঁজ হচ্ছে!

অভিবাসী শিশুদের সুরক্ষা দিতে ইউরোপীয় দেশগুলোর আগ্রহ কিংবা সমর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে, সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ইউরোপীয় দেশগুলো থেকে গত দুই বছরে অন্তত ১৮ হাজার অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে। গড় হিসেবে প্রতিদিন প্রায় ১৭ শিশু এই অঞ্চল থেকে নিখোঁজ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত এসব শিশু নিখোঁজ হয়েছে। এসব শিশুদের অধিকাংশই গত তিন বছরে মরক্কো থেকে এসেছিল। তবে এই তালিকায় আলজেরিয়া, ইরিত্রিয়া, গিনি ও আফগানিস্তান থেকে যাওয়া শিশুও রয়েছে। এসব শিশুদের ৯০ শতাংশ ছেলে এবং প্রতি ছয় জনের মধ্যে মাত্র এক জনের বয়স ১৫ বছরের বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ২৭টি দেশ থেকে নিখোঁজ অভিবাসী শিশুদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে নরওয়ে, মলদোভা, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য থেকে সরবরাহ তথ্যগুলো অসম্পূর্ণ ও অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড শুধুমাত্র ২০১৯ সাল পর্যন্ত তথ্য সরবরাহ করেছে। এর মানে হচ্ছে, নিখোঁজ শিশুদের প্রকৃত সংখ্যা এরচেয়েও বেশি।

Share this post

scroll to top