রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ২০ জন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদরঘাট ফায়ার স্টেশন ডিউটি ম্যান মো. কাইয়ুম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।