রাজধানীতে ট্রাক চাপায় ফুটপাতে হাঁটতে থাকা দুই পথচারী নিহত হয়েছে। বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতে উঠে গেলে এ ঘটনা ঘটে।
রোববার দিবাগত রাত পৌনে ১টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডালিম (২০) ও মোবারক (২৭)।
পুলিশের বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র রায় জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ওঠে যায়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান শ্রীরাম চন্দ্র রায়।