ময়মনসিংহের পণ্য বোঝাই ৬ ট্রাক ভারতীয় পণ্য আটক করেছে ময়মনসিংহ সদর ব্যাটালিয়নের র্যাব-১৪। তথ্যটি ময়মনসিংহ সদর ব্যাটালিয়নের দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছে। এঘটনায় ১৮জন চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
আজ বুধবার ভোরে র্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থেকে ভারতীয় পণ্য বোঝাই ৬ টি ট্রাক আটক করেছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ভারতীয় এক হাজার থ্রিপিচ, ১২ হাজার কেজি জিরা, ২৫০ লেহেঙ্গা, ৩৫০ পিস শাড়ী, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৭ হাজার পিস ক্রীম উদ্ধার করে।
আটককৃতরা হলেন সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মোঃ মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), মোঃ আকরাম (২০), মোঃ মিরাজ (৩০), মোঃ মমিন (৩২), মোঃ ইমরান (২৫), রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), মোঃ রুবেল (৩৪), সুমন মীর (৩২), মোঃ হারেস (৪৭), মোঃ রাজু (৩২) এবং মোঃ সাব্বির (২০)