রাজবাড়ীতে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
নিহতরা হলো, রাজবাড়ীর গোদার বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে হৃদয় (২৭) ও একই এলাকার রজব আলীর ছেলে শান্ত (২২)।
রোববার রাত ১১টার দিকে জেলা শহরের শ্রীপুর পলাশ পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে ওই দুই যুবক গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী শহরে আসছিল, এ সময় শ্রীপুর পলাশ পেট্রোল পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।