ইফতার তৈরি করা নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে শারমিন আক্তার (৩০) নামে এক তরুণী। মৃত শারমিন আক্তারের বড়বোনের নাম মৌসুমী। তাদের বাবার নাম মো. শাহাজাহান। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানার আগ্রবাদ এলাকার দাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ইফতার তৈরি করা নিয়ে বড়বোন মৌসুমীর সঙ্গে শারমিনের কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের অজান্তে শারমিন ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, ফ্যানের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করা এক তরুণীকে রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণীর মৃত্যু হয়েছে বলে জানান।