কুষ্টিয়ার কুমারখালীতে খোলা মাঠে নামাজ আদায়ের মাধ্যমে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থণা করেছেন জগন্নাথপুর ইউনিয়নের কয়েকশ মানুষ।
অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য সোমবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত এই বিশেষ প্রার্থণায় মোনাজাত পরিচালনা করেন চর জগন্নাথপুর গ্রামের জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী।
তিনি বলেন, বৃষ্টি না হওয়ায় তাপদাহে দেশের মানুষের কষ্ট হচ্ছে। এ রকম পরিস্থিতিতে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে পানি চেয়ে দোয়া করা সুন্নত। তাই এই নামাজের আয়োজন করা। কুষ্টিয়ায় কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছে না। তাই আমরা দোয়া করেছি।
এ ব্যাপারে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বলেন, চর মাহেন্দ্রপুর স্কুলের পাশে রাস্তার ওপারে নামাজ হয়েছে। যে মাঠে নামাজ হয়েছে সেটা চর ভবানীপুর গ্রামে পড়ে। এটি পাবনা সদরের মধ্যে। দুই জেলার মানুষই সেখানে নামাজ পড়েছেন।