ময়মনসিংহে ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত

Accident-Mymensingh

ময়মনসিংহে বালুবাহী  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগুদাম দুলদুল ক্যাম্পের মৃত আবুল হোসেনের ছেলে সুজন (২৮) ও সুরুজ আলীর ছেলে সুমন (১৬)।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউদ্দিন জানান, রাতে সড়কটি ফাঁকা পেয়ে দ্রুতগতিতে কিছুটা হেলেদুলে মোটরসাইকেলে করে তারা যাচ্ছিল। ওই মোটরসাইকেলের পেছনেই ছিল দ্রুতগামী বালুভর্তি একটি ট্রাক। মোটরসাইকেল চালক সুজন তার সামনে হঠাৎ একটি অটোরিকশা দেখতে পেয়ে দ্রুত ব্রেক চাপলে পেছন থেকে ট্রাকটি তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে দু’জন ঘটনাস্থলেই মারা যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

Share this post

scroll to top