ঢাকাSunday , 27 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দখলদার প্রতিহত করতে গিয়ে ফিলিস্তিনি নিহত

Link Copied!

পশ্চিম তীরে ইসরাইলি দখলদারদের গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। শনিবার দখলদাররা সেনাবাহিনীর সহায়তায় ফিলিস্তিনি গ্রামে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করলে তাদের প্রতিহত করতে গিয়ে নিহত হন ওই ব্যক্তি। হামদি নাসান নামে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেয়ার পর মারা যান।

ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন করে যে সাত লাখ ইহুদি বসবাস করছে তারাই দখলদার হিসেবে পরিচিত। আন্তর্জাতিক আইনেও তাদের অবৈধ বসতিস্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। ফিলিস্তিনি শহর এবং গ্রামের ভিতরে ও বাইরে বসবাসকারী এসব দখলদারদের সঙ্গে প্রায় নিয়মিতভাবেই ফিলিস্তিনিদের বিরোধ বাঁধে। তা সত্ত্বেও ফিলিস্তিনি নেতৃত্বের বিরোধীতা সত্ত্বেও দখলকৃত এলাকায় বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

শনিবার ইসরায়েলি সেনা সুরক্ষায় ইহুদি দখলদাররা আল মুঘেইর গ্রামে অভিযান চালালে তাদের প্রতিরোধ শুরু করে ফিলিস্তিনিরা। শুরুতে দখলদাররা গুলিবর্ষণ করে পরে সেনা সদস্যরা আর টিয়ার গ্যাস ছোঁড়ে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ওই ঘটনার সময়ে কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ছয় ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের হামলা ও গুলিবর্ষণ নিয়মিত ঘটনা। চলতি বছর মার্চ ফর রিটার্ন কর্মসূচিতে গুলি চালিয়ে শুধু গাজায়ই ইসরাইলি বাহিনী হত্যা করেছে শতাধিক লোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।