ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লরির ধাক্কায় ২জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চরহোসেনপুর এলাকায় সড়কে দুই মটরসাইকেল আরোহীকে অজ্ঞাত লরি গাড়ী ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে উন্নতর চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাকিল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতে জাকিরুলের তার মৃতু হয়। শাকিল বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের নজরুল ইসলামের ছেলে। জাকিরুল জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের আবুর কাশেমের ছেলে। নিহত দুজনই পৌর বাজারে ‘খেলা ঘর’ নামীয় দোকানের কর্মচারী ছিলেন।
জাকিরুলের বাবা আবুল কাশেমের বরাত দিয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদির মিয়া জানান, বৃহস্পতিবার ইফতার শেষে জাকিরুল শাকিলের মামার বাড়ি শর্শী যাচ্ছিলেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় আসলে একটি লরি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে শাকিল মিয়া মারা যান। আশঙ্কাজনক অবস্থায় জাকিরুলকে ঢাকায় নেওয়ার পথে রাত ১২ টার দিকে তারও মৃত্যু হয়।