ওয়ানডে, টি-২০ দুই ফর্ম্যেটেই অলরাউন্ডারের শীর্ষস্থানটা হারিয়েছেন অনেক আগে। শেষ সম্বল ছিল টেস্ট, সেটাও এবার হারালেন সাকিব আল হাসান। নামের শেষে ‘বিশ্বসেরা অলরাউন্ডার’ তকমাটা এখন আর থাকবে না বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়কের। সেই জায়গাটি দখল করে নিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে শীর্ষস্থানটি কেড়ে নিলেন তিনি।
টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ডাবল সেঞ্চুরি করেন অধিনায়ক হোল্ডার। শিকার করেন জো রুট এবং কিটন জেনিংসের গুরুত্বপূর্ণ দুটি উইকেটও। ম্যাচটি ৩১৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে ক্যারিবীয়রা।
ক্যারিয়ার সেরা পারফরমেন্স করে হোল্ডারের রেটিং পয়েন্ট এখন ৪৪০। আর দ্বিতীয় স্থানে থাকা সাকিবের ৪১৫।
এর আগে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডারের স্থানটা আফগানিস্তানের রশিদ খানের কাছে হারান সাকিব। ওয়ানডেতেও দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
এছাড়া টি-টোয়েন্টিতেও দুই নম্বরে রয়েছেন সাকিব। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।