ময়মনসিংহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। নিহত মো. রাসেল মৃধা (৩৭) নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী কামাল পাশা।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের রশিদপুর এলাকার স্বপ্না মোড়ে নেত্রকোনার অভিমূখে যাওয়া একটি ইটবাহী ট্রাক(ঢাকা মেট্রো ট-১৫-৫১৯৮) ময়মনসিংহগামী মোটর বাইককে ঘ (ঢাকা মেট্রো ল-৩১-৪৩১৬) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে শম্ভুগঞ্জ স্বপ্না মোড় নামক স্থানে এক ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।