নাইজারে স্কুলে অগ্নিকাণ্ডে ২০ শিশুর মৃত্যু

নাইজারের রাজধানী নিয়ামিতে মঙ্গলবার একটি স্কুলের কয়েকটি শ্রেণীকক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ শিশু প্রাণ হারিয়েছে। দেশটির ফায়ার সার্ভিস এ কথা জানিয়েছে।

ফায়ার সার্ভিস কমান্ডার সিদি মোহাম্মাদ সরকারি টেলিভিশনকে বলেন, ‘খড়ের কুঁড়েঘরে আগুনের সূত্রপাত ঘটে তা ২১টি শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ শিশু আগুনের মধ্যে আটকা পড়ে।’

তিনি আরো বলেন, ‘দমকল কর্মীরা দ্রুততার সাথে অভিযান শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে শিশুরা আর বের হতে পারেনি।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরকারি টেলিভিশন পরিবেশিত খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শিশুরা শ্রেণীকক্ষের ভিতরে ছিল।
অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

নাইজারের প্রধানমন্ত্রী উহোমোদো শিশুদের বাবা-মার প্রতি তার শোক জানাতে রাজধানীর উপকণ্ঠে সংঘটিত এ দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
সূত্র : বাসস

Share this post

scroll to top