করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ব্রাজিলের

গত ২৪ ঘন্টায় বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে সর্বোচ্চ ৩ হাজার ৬৮৭ জনের মৃত্যু হয়েছে। এই তালিকায় ভারত আছে দ্বিতীয় অবস্থানে। ভারতে একদিনে ১ হাজার ২৬ জন মারা গেছেন।

এদিকে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ রোগে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ব্রাজিল-ভারতের তুলনায় কম। যুক্তরাষ্ট্রে এই সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৭২০ জন, মারা গেছেন ৮১৯ জন।

উল্লেখ্য, বিশ্বে করোনা মহামারি শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ৫ হাজার ৪৩২ জন, মারা গেছেন মোট ২৯ লাখ ৭১ হাজার ২১২ জন।

Share this post

scroll to top