চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ডে ছোট ভাইয়ের হাতে মোঃ ইছহাক (৫০) নামক নিজ বড় ভাই খুন হয়েছে। নিহত ইছহাক তেলিবাড়ির মৃত আলন মিয়া সওদাগরের পুত্র। দুপুর ১২টায় বাড়বাকুন্ডের মধ্যম মাহমুদাবাদ তেলি বাড়ি (আলন সওদাগরের নতুন বাড়িতে) এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর আক্তার গুরুতর আহত হযেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘরের পার্টিশান নিযে কাজ করার সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই ইছহাকের স্ত্রী‘ কহিনুর আক্তার‘র গায়ে ছোট ভাই ইব্রাহিমের পুত্র মোঃ নাঈম পিছন দিগ থেকে রড় নিয়ে মাথায আঘাত করে। এতে সে মাটিতে লুটিযে পড়ে, এ অবস্থা দেখে ইছহাক তাকে উদ্ধার করতে আসলে ছোট ভাই ইব্রাহিম ও ভাতিজা নাইম তার উপর রড় দিযে এলোপাথারি মারতে থাকে। রডের আঘাতে তার মাথার একটা অংশ ফেটে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী ইছহাক ও তার স্ত্রী কহিনুর আক্তারকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায় কতব্যরত ডাক্তার তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরন করে। সেখানে কর্তব্যরত ডাক্তার ইছহাককে মৃত ঘোষণা করেন এবং কহিনুর আক্তার মেডিকেলের ২৬ নং ওয়ার্ডে ভর্তি আছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুন্ড থেকে রক্তাক্ত অবস্থায় একজনকে এখানে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ইউপি মেম্বার আওরঙ্গজেব জানান, পারিবারিকভাবে তাদের মধ্যে দীর্ঘ দিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছিল। এবং অনেক সালিশী বৈঠকও হয়েছে। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনা।
সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আসামিরা ঘরের তালা বদ্ধ করে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।