মিয়ানমারে চলমান বিক্ষোভ ও আন্দোলন দমনে জান্তা সরকারের হাতে এ পর্যন্ত নিহত হয়েছে ৭০১ জন। রাজনৈতিক বন্দিদের সহযোগিতা বিষয়ক সংস্থার (এএপিপি) জরিপে এমনটাই উঠে এসেছে। নিহতদের মধ্যে আন্দোলনকারী, রাজনৈতিক বন্দি, নারী ও শিশু রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
জরিপে আরো প্রকাশ করা হয়েছে— এ পর্যন্ত জান্তা সরকারের হাতে গ্রেপ্তার হয়েছে ৩ হাজার ১২ জন। পাশাপাশি নতুন করে ৬৫৬ জন আন্দোলনকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সবশেষ গেল শুক্রবার জান্তা সরকারের সেনাবাহিনীর গুলিতে বাগোতে ৮২ জন নিহত হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অস্থিরতা বিরাজ করছে। সেদিন দেশটির সেনাবাহিনী নবনির্বাচিত ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনএলডি) নেত্রী অং সাং সূ চিসহ অন্যান্য নেতাদের গ্রেফতার করে সামরিক শাসন জারি করে। সেই থেকে এই সেনা শাসনের বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা সত্বেও দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছে।