আজ রোববার (১১ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহ
কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরো বিস্তার লাভ করতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় আরো বাড়তে পারে তাপমাত্রা। বর্ধিত পাঁচ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।
তাপমাত্রা
শনিবার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যোদয় ও সূর্যাস্ত
রোববার সূর্যোদয় হয় ভোর ৫টা ৪১ মিনিটে। সূর্যাস্ত হবে ৬টা ১৯ মিনিটে৷
বৃষ্টি
শনিবার ঈশ্বরদীতে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।