আত্মহত্যা করেছে ছাত্রলীগের এক নেতা

chatraleagueমাদারীপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস (২৫)।

শনিবার সন্ধায় পৌর শহরের পাঠককান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

মেজো ভাইয়ের সঙ্গে রাগ করে প্রসেনজিৎ আত্মহত্যা করেছেন বলে পরিবার জানিয়েছে।

প্রসেনজিৎ দাস পাঠককান্দি এলাকার রবি দাসের ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার জানিয়েছে, রবি দাসের লন্ড্রির দোকান রয়েছে শহরের ইটেরপুল এলাকায়। তার মেজো ছেলে বিপ্লব দাস সারা দিন একা একা দোকানে কাজ করেন। প্রসেনজিৎ দোকানে না যাওয়ায় তাকে বকাঝকা করেন বিপ্লব।

এর জের ধরেই প্রসেনজিৎ সবার অজান্তে পরিত্যক্ত একটি রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল মিয়া ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this post

scroll to top