ময়মনসিংহে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখা দিয়েছে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকায় ও সর্বনিম্ন সংক্রমণ গৌরীপুর উপজেলায়।
গতকাল শনিবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫০৫৪ জন। তার মধ্যে ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকারই ৩১৯১ জন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ পর্যন্ত ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকায় মোট আক্রান্ত হয়েছেন ৩১৯১জন, নান্দাইলে ৮২জন,ঈশ্বরগঞ্জে ১৮৮ জন, গৌরীপুরে ৫১জন, ফুলপুরে ১৩১জন, তারাকান্দায় ৫৮ জন, হালুয়াঘাটে ১৭৬জন, ধোবাউড়ায় ৮৫জন, মুক্তাগাছায় ২৫০জন, ফুলবাড়িয়ায় ৯৮জন, ত্রিশালে ২০১জন, ভালুকায় ৩৮৬জন, গফরগাঁওয়ে ১৫৬জন।
জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৩জন। যদিও ময়মনসিংহের সিভিল সার্জন অফিস ২জন মৃতের সংখ্যা এখনও কম দেখাচ্ছে।
জেলায় মাত্র ৫৫৬৮৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।