চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বাকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের তাহরি পাড়া’র (তেলীবাড়ী) এক ব্যবসায়ীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী লিমা আক্তার এর বিরুদ্ধে।
নিহত জয়নাল স্থানীয় মধ্যেম মাহমুদাবাদ, মৃত ইসলামের পুত্র। পারিবারিক কলহের জেরে খুন হন বলে ধারণা করা হলেও স্ত্রীর পরকীয়া এ খুনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
নিহতে বোন সাবিনা ইয়াছমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায় , শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াই টার মধ্যে এ খুন হতে পারে। মৃত জয়নালের বউয়ের সাথে পাশ্ববর্তী শাহাবুদ্দিনের ছেলে শাহাদাত হোসেন প্রকাশ কাইয়ুম এর সাথে এক থেকে দেড় বছর ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছে। পরকীয়ার বিষয়ে গত কয়েক দিন ধরে সামাজিকভাবে শালিশী বৈঠক হয়। শেষবারের মতো শালিশী বৈঠকের একদিন পরে এ হত্যাকাণ্ডটি ঘটে।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুমন বণিক জানান, ঘটনায় স্ত্রী কে আটক করা হয়েছে। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।