লঞ্চডুবির মামলায় কার্গোর চালকসহ ৫ কর্মী রিমান্ডে

lanchনারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে ৩৪ যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এমকেএল-৩ কার্গো জাহাজের গ্রেফতারকৃত ১৪ জন আসামির মধ্যে চালকসহ ৫ সহযোগীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি ৯ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীরের আদালতে ওই ১৪ আসামিকে হাজির করলে বিচারক এ রায় দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জান জানিয়েছেন, শুক্রবার বিকালে নৌ পুলিশ ১৪ জন আসামিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীরের আদালতে হাজির করে এসকেএল-৩ কার্গো জাহাজের চালকসহ জাহাজটি চালানোর কাজে সহযোগী ৫ জন আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত শুনানি শেষে ৫ জনের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার বেলাবিয়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে কার্গোর মাস্টার ওহিদুজ্জামান (৫০), গোপালগঞ্জ কাশিয়ানি থানার রাজপাট গ্রামের হেমায়েত মোল্লার ছেলে কার্গোর ড্রাইভার (ইনচার্জ) মজনু মোল্লা (৩৮), ফরিদপুরের বেলাবানা গ্রামের মৃত আলী মল্লিকের ছেলে কার্গোর সুকানি মো. আনোয়ার মল্লিক (৪০), পটুয়াখালী গলাচিপা থানার কামারহাওলা গ্রামের রিপন হাওলাদারের ছেলে কার্গোর গ্রিজার হৃদয় হাওলাদার (২০) এবং নড়াইলের লোহাগড়ার বেলচিয়া গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে কার্গোর গ্রিজার ফারহান মোল্লা (২৭) ।

Share this post

scroll to top