নেত্রকোনায় অগ্নিকান্ডে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ভবের বাজারে ১০টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোররাতে বাজারের একটি রাইসমিল থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
এসময় পাশাপাশি থাকা ১০টি দোকানের মালামাল পুড়ে যায় ও দোকানের সাথে সংযুক্ত একটি বাসাও ক্ষতিগ্রস্ত হয়। নেত্রকোনা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. সুজন মিয়া জানান, ‘আজ ভোর চারটায় একটি রাইসমিল থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষতিগ্রস্থ মোট ১০টি প্রতিষ্ঠান আমরা পেয়েছি। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।’
এদিকে, স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানান, ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বাড়ীসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও ভস্মিভুত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক সুত্রে জানা যায়, বাজারের হদিস মিয়ার রাইস মিল থেকে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত ঘটে।
তবে হতাহতের কোন ঘটনা না ঘটলেও কেউ মালামাল বাচাঁতে পারেননি। ফলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সকলেই এখন নিঃস্ব। খবর পেয়ে নেত্রকোনার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে সবগুলো প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে যায়।