নেত্রকোনায় পৌঁছাল দ্বিতীয় ডোজের ভ্যাকসিন

নেত্রকোনায় বুধবার বিকালে পৌঁছলো দ্বিতীয় ডোজের ৩৬ হাজার ভ্যাকসিন। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জেলার সিভিল সার্জন ৩৬ হাজার ভ্যাকসিন বুঝে নেন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে ভ্যাকসিনগুলো রাখা হয়।

আগামীকাল বৃহস্পতিবার থেকে জেলার ১০ উপজেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। শুরু করা হবে দ্বিতীয় ডোজ। এর পাশাপাশি প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান চালু থাকবে। প্রথম পর্যায়ে ৭২ হাজার ভ্যাকসিন আসে জেলায়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সেই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। যা এখনো চলমান রয়েছে।

জেলার সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, দেশের অন্যান্য জায়গার মতো নেত্রকোনাতে সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে। প্রথম ডোজ নিলেও করোনা কাভার হবে মনে করা যাবে না। দুটো ডোজই সকলকে নিতে হবে। আজকে করোনায় আটজন শনাক্ত হয়েছে।
ভ্যাকসিনগুলো বুঝে নেওয়ার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top