বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে স্থাবর সম্পত্তি হস্তাস্তর ১% হতে ইউনিয়ন পরিষদের জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরনী অনুষ্ঠান স্বাস্থ্য বিধি মেনে ০৭ এপ্রিল (বুধবার) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া, উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদ আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল তুলে দেন। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।