রাজধানীর সায়েদাবাদে নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে পথচারী এক নারী এনজিওকর্মী নিহত হয়েছেন।
নিহতের নাম শিউলি বেগম (৩৬)। বুধবার যাত্রাবাড়ী থানাধীন ফকিরগলিতে দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বোন শাহনাজ বেগম বলেন, আমার বোন একটি এনজিওতে চাকরি করেন। দুপুরে সমিতির টাকা কালেকশনে গিয়েছিলেন।পরে ফকিরগলিতে হেঁটে যাওয়ার পথে একটি নির্মাণাধীন ষষ্ঠতলা ভবনের তৃতীয়তলা থেকে তার মাথায় ইট পড়ে গুরুতর আহত হন।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত শিউলি বেগম মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের দেলোয়ার হোসেনের স্ত্রী। তার স্বামীর সায়েদাবাদে একটি চায়ের দোকান আছে। সায়েদাবাদের আরকে চৌধুরী গলিতে পরিবার নিয়ে থাকতেন তিনি।
এক ছেলের জননী তিনি। তিন বোন দুই ভাইয়ের মধ্যে শিউলি ছিলেন তৃতীয়।