টয়লেট নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

নাটোরের গুরুদাসপুরে বাড়ির টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পুরুলিয়া গ্রামের মৃত রওশন আলীর দুই ছেলে খালেক (৫৫) ও মালেক (৫০)। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বাড়ির ভিতরে একটি টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ছোট ভাই মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাকের সাথে খালেকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই খালেক ও তার বড় ছেলে নুরুল আলীকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। পরে স্থানীয়রা খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে খালেককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত নুরুল আলী গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
ঘটনা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this post

scroll to top