নেত্রকোনায় অপহৃত শিশু সিলেটে উদ্ধার, নারী আটক

নেত্রকোনা থেকে অপহরণের পর সিলেটে উদ্ধার হয়েছে শিশু পূজা। মামলার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার সকালে সিলেটের কোতোয়ালি থানার আওতায় আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারী কাজের বুয়া রিনা আক্তারকে (৩০) আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, তাদের সিলেট থেকে নিয়ে আসা হচ্ছে। শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হবে।

অভিযান টিমের সদস্য এসআই নামজুল হুদা জানান, গত রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের নাগড়া বেবি আইসক্রিম সংলগ্ন রিপন দেবনাথের বাসা থেকে তার ৩ বছরের শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় রিনা নামে এক কাজের বুয়া। ঘটনার সময় শিশুটির মা ইতি দেবনাথ মশার কয়েল কেনার জন্যে পাশের দোকানে গেলে সুযোগ বুঝে রিনা আক্তার বাসায় ঢুকে পড়ে এবং চকলেট কিনে দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে শিশু পূজাকে অপহরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা রিপন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ সুপারের নির্দেশে ইন্সপেক্টর তদন্ত সোহেল রানার নেতৃত্বে মডেল থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ আভিযানিক দল শিশু উদ্ধার ও আসামি গ্রেফতারের অভিযানে নামে। প্রায় ২০ ঘণ্টার নিরবচ্ছিন্ন অভিযানে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল বেলা সিলেট মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানার আখালিয়া এলাকা থেকে শিশু পূজাকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী রিনা আক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আটক রিনার বাড়ি সিলেটেই। গত ৬ মাস আগে রিনা নেত্রকোনার খাইরুল নামের এক মাদকাসক্ত যুবকের সাথে বিয়ের মারফত এখানে আসেন। এরপর বিভিন্ন বাসায় খুচরাভাবে গৃহ পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতো। শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে নাকি অন্য কোন কারণে অপহরণ করে তা জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে বলেও তিনি জানান।

Share this post

scroll to top