লক্ষীপুরে সংবাদপত্রের হকারদের মাঝে মাস্ক ও আইডি কার্ড বিতরণ

Laxmipurলক্ষীপুরে সংবাদপত্রের হকারদের মাঝে মাস্ক ও পরিচয়পত্র বা আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা শহরের রহমানিয়া প্রেসের সামনে এ কর্মসূচি পালন করে লক্ষীপুর সংবাদপত্র বিক্রেতা সমিতি।

এসময় হকারদের মাঝে মাস্ক ও আইডি কার্ড বিতরণ করেন রহমানিয়া প্রেসের পরিচালক রাকিব হোসেন, সাংবাদিক রাকিব হোসেন আপ্র, লক্ষীপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ২ বছর আগে নিজেদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সমিতি গঠন করে ল²ীপুরের সংবাদপত্র বিক্রেতা বা হকাররা। এরপর করোনা পরিস্থিতিতে সমিতির মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছেন হকাররা। এবার হকারদের পরিচয়পত্র প্রদান করা হলো। ভবিষ্যতে এ সমিতির উদ্যোগে হকারদের সার্বিক উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে।

Share this post

scroll to top