মামুনুল হকের সঙ্গে অশুভ আচরণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে

mamunul Haque Press releaseবাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকের সঙ্গে অসুভ আচরণকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে সরকার দলীয় ক্যাডার বাহিনী তাকে হ্যানস্তা করেছে। এধরণের আচরণ দেশ ও জাতির জন্য ক্ষতিকর। মামুনুল হকের সঙ্গে অসুভ আচরকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নেতৃদ্বয় বলেন, হামলা মামলা করে হকের আওয়াজকে বন্ধ করা যাবে না। এধরণের পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ না হলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামতে বাধ্য হবে। অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

Share this post

scroll to top