হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তারা বলেছেন, দেশ পাকিস্তানিদের হাত থেকে মুক্ত হলেও ভারতের গোলামী থেকে মুক্ত হয়নি। দেশের স্বাধনীতা আজ ভারতের কাছে জিম্মি। দেশকে মুক্ত করতে হলে কঠোর আন্দোলন করতে হবে।
দেশব্যাপী নির্বিচারে গুলি করে মাদরাসা ছাত্র ও তৌহিদী জনতাকে শহীদ ও আহত করার প্রতিবাদে এবং গ্রেফতাকৃতদের মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাদ জুম্মা ময়মনসিংহ মহানগরীর বড় মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেশাহীর জেলা শাখার সভাপতি মুফতি মুহিববুল্লাহ। প্রধান অতিথি ছিলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেশাহীর কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী। মাওলানা শরীফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা আমির ইবনে আহমেদ, মাওলানা গোলাম মওলা ভ‚ইয়া, মাওলানা আকরাম হোসেন, মাওলানা শাহ মোশাররফ হোসেন প্রমূখ। ##