ঈশ্বরগঞ্জে করোনা মোকাবিলায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মত বিনিময়

Ishwarganjময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনার ১৮দফা নির্দেশনা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. নূরুল হুদা খান, থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, সহ সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ বিশাল, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সম্মানিত সদস্য সিরাজুল ইসলাম নয়ন, রতন ভৌমিক, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ফেরদৌস কুরাইশী টিটু, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম. ফারুক ইফতেখার সুমন, সদস্য সাইফুল ইসলাম তালুকদার, মোস্তাফিজুর রহমান সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ১৮দফা নির্দেশনা বাস্তবায়নের জন্যে আমরা মাঠে জনসচেতনা বাড়াতে ইতোমধ্যে কাজ শুরু করেছি। পাশাপাশি উপজেলার সকল মসজিদের ইমাম ও অন্যান্য উপাসনালয়ের পুরোহিতদের নিদের্শনা দেওয়া হয়েছে। তাছাড়া প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারসহ স্থানীয় বাজারের প্রতিটি কমিটিকে করোনা মোকাবেলায় জন সচেতনতা বাড়াতে নির্দেশ প্রদান করা হয়েছে। ##

Share this post

scroll to top