ঢাকাMonday , 29 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন

Link Copied!

ময়মনসিংহের ভালুকা প্রেস ক্লাবের নবনির্মিত নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ওই প্রেস ক্লাব কার্যালয়টি প্রধান অতিতি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ভালুকা প্রেস ক্লাবের সভাপতি এসএম শাহজাহান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম, ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, ভালুকা শেফার্ড গ্রুপের জিএম মো. মোখলেছুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাংবাদিক মোখলেসুর রহমান মনির, হাদিকুর রহমান হাদিস, জহিরুল ইসলাম জুয়েল, মনির খাঁন, মোবাশ্যারুল ইসলাম সবুজ, আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মহন। আলোচনা শেষে ফিতা কেটে ভালুকা প্রেস ক্লাব এর কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, শিক্ষক এবং ভালুকা প্রেস ক্লাবের আজীবন সদস্যরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।