ময়মনসিংহ সিটি করপোরেশনের সীমানা চূড়ান্ত, নির্বাচন ১৩ এপ্রিল এর মধ্যে

২১টি ওয়ার্ডের সীমানা ঠিক রেখে নতুন আরও ১২টি ওয়ার্ড সংযোজন করে মোট ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়ে গেল ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

পূর্বের ২১টি ওয়ার্ডকে আগের মতই রেখে নতুন বর্ধিত অংশ গুলোকে নতুন ১২টি ওয়ার্ডে বিন্যাস করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ড সমূহ হলোঃ

২২ নং ওয়ার্ডঃ বিলুপ্ত বয়ড়া ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সম্পূর্ণ অংশ ।

২৩ নং ওয়ার্ডঃ সুতিয়াখালী ও বেলতলী

২৪ নং ওয়ার্ডঃ বয়ড়া ইউনিয়নের ৭ ও ৯ ওয়ার্ড এবং ছভাগিয়া ও ছালাকান্দি

২৫ নং ওয়ার্ডঃ দিঘারকান্দা ও ফকিরাকান্দা

২৬ নং ওয়ার্ডঃ উজান বাড়েরা (আকুয়া ইউনিয়নের আগের ৩ নং ওয়ার্ডের অংশ), কান্দাপাড়া, মধ্যবাড়েরা, ভাটিবাড়েরা ও শিকারীকান্দা

২৭ নং ওয়ার্ডঃ আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অংশ) ও মোড়লপাড়া

২৮ নং ওয়ার্ডঃ চুকাইতলা, আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অংশ)

২৯ নং ওয়ার্ডঃ উত্তর দাপুনিয়া (দাপুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অংশ), কলাপাড়া (দাপুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অংশ), হাড় গুজিরপাড়, দাপুনিয়া ভাটিপাড়া (পশ্চিম) (দাপুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অংশ), বাদেকল্পা (নাজিম), বাদেকল্পা (রুস্তম), উজানবাড়েরা (আকুয়া ইউনিয়নের আগের ২ নং ওয়ার্ডের অংশ) ও গন্দ্রপা

৩০ নং ওয়ার্ডঃ খাগডহর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৯ নং ওয়ার্ডের অংশ), কিসমত, হাসিবাসী, বৈশাখাই, বাঘেরকান্দা, নিজকল্পা, রহমতপুর (খাগডহর ইউনিয়নের আগের ৩ নং ওয়ার্ডের অংশ)

৩১ নং ওয়ার্ডঃ জেলখানার চর (খাগডহর ইউনিয়নের আগের ৯ নং ওয়ার্ডের অংশ), চরঈশ্বরদিয়া ও চরগোবিন্দপুর

৩২ নং ওয়ার্ডঃ চরকালিবাড়ি

৩৩ নং ওয়ার্ডঃ চরঝাওগড়া, চরগোবদিয়া ও রঘুরামপুর

এই ৩৩টি ওয়ার্ড ও ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারন করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এ গেজেট প্রকাশ করে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনে এখন আর কোন আইনি বাধ্যবাধকতা নেই। আইন অনুযায়ী আগামী ১৩ এপ্রিল, ২০১৯ এর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top