ময়মনসিংহে মহানগর বিএনপি ছাত্রদল ও যুবদলের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে শহরের নতুন বাজার এলাকায় নেতাকর্মীদের আটক করা হয়।আজ দুপুর সোয়া বারটার দিকে শহরের নতুন বাজার এলাকায় কেন্দ্রিয় কর্মসুচী পালনের জন্য নেতাকর্মী দলীয় অফিসে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়।
বাধা পেয়ে নেতাকর্মীরা মিছিল করা শুরু করতেই পুলিশ তাদের ধরপাকড় শুরু করে। এ সময় আটক করা হয় মহানগর বিএনপির সদস্য এফআই ফারুক, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড ওয়াসিম, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক ইমন চৌধুরী, মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব গোবিন্দ রায়, মহানগর যুবদলের কর্মী স্বপন ও আলী।