ময়মনসিংহে করোনার উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরো ১৬জন আক্রান্ত হয়েছে। মোট ১৫৩টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন করে এই শনাক্ত করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ১০জনই ময়মনসিংহ সদর উপজেলার, গফরগাঁও উপজেলার ২জন, ৩জন ত্রিশালের ও একজন ভালুকার রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯জনই পুরষ। গত ২৮ ঘন্টায় জেলায় কোন করোনার রোগীর মৃত্যু নেই।
ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম মশিউল আলম জানান, গত ২৪ ঘন্টায় করোনায় কোন নতুন মৃত্যু নেই। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ জন।