ময়মনসিংহে হরতালের সমর্থনে বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন ২জন । আহতদের নাম ইয়াসিন মুন্সি ও আলম। ইয়াসিন মুন্সি পেশায় একজন মোটর মেকানিক। ইয়াসিন মুন্সিকে ময়মনসিংহ মেডিকেলের ২য় তলার ৭ং ওয়ার্ডে নেয়া হয়েছে।
হেফাজতে ইসলামের ময়মনসিংহ শাখার দায়িত্বশীল মুফতি আমির ইবন আহমা জানান, বেলতলী ও চুরকাই বাজারের মাঝখানে শান্তিপূর্ণভাবে হরতাল পালনকালে পুলিশের গুরিতে ২জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে ইয়াসিন মুন্সিকে ময়মনসিংহ মেডিকেলে ও আরেকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া বিক্ষোভ চলাকালে হেফাজতের ৪জনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ দু’জনসহ আহত ৪জনকে হাসপাতালে আনা হলে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। গুলিবিদ্ধ একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।