ছাত্রলীগ নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

deadh lashসিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে তাজগীর আহমদ নামের এক ছাত্রলীগ নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লারগাঁও এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

জেলার বিশ্বনাথ উপজেলার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে তাজগীর উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তাজগীর। শনিবার সকালে পরিবারের লোকজনের কাছে খবর আসে, তার লাশ পড়ে আছে মোল্লারগাঁও এলাকায়। তার মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

এলাকার লোকজন জানান, তাজগীরের সঙ্গে সব সময় দু’চারজন সহযোগী থাকত। কিন্তু শুক্রবার তার সঙ্গে কেউ ছিল না।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, এক যুবকের মৃত্যুর সংবাদ শুনেছি। কী কারণে তার মৃত্যু হয়েছে, জানা যায়নি। এ ছাড়া ঘটনাটি তার থানার বাইরে ঘটেছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, নিহত যুবকের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখান থেকেই তার পরিচয় জানা যায়। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেঁতলানো ছিল।

Share this post

scroll to top