কয়লাবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে ঢুকে পড়লে ট্রাকচাপায় ঘুমন্ত ১৩ শ্রমিক মারা যান।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা সবাই ইটভাটার শ্রমিক। তারা মেসার্স কাজী অ্যান্ড কোং ইটভাটায় শ্রমিকদের থাকার ঘরে ঘুমাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবাহী ট্রাকটি উল্টে গিয়ে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা ১২ জন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেক শ্রমিকের মৃত্যু হয়।