গাজীপুরে অসুস্থ্য বাবাকে দেখতে আসা এক গৃহবধূর বস্তাবন্দি লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাবিনা আক্তার (৪২)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী এলাকার মো. ইউসুফ আলীর স্ত্রী। সাবিনা একই জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া এলাকার মমতাজ উদ্দিন ফরাজীর মেয়ে।
কাপাসিয়া থানা এসআই মেহেদী হাসান জানান, বাবার অসুস্থ্যতার খবর পেয়ে গত রোববার স্বামীর বাড়ি থেকে কাপাসিয়ায় বাবার বাড়ি আসেন দু’সন্তানের জননী সাবিনা। বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে স্বজনরা ময়লা ফেলতে বাড়ির পেছনে গিয়ে পরণের শাড়ি দিয়ে পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তায় বন্দি সাবিনার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করেন।
ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জেরে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দি করে বাড়ির পেছনে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। বিকেলে এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।