ময়মনসিংহ নগরীর আর.কে মিশন রোডের বাঁশবাড়ী ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১০ কর্মদিবস ব্যাপী টিডিপি (পুরুষ ও মহিলা) নগর প্লাটুন প্রশিক্ষণ (৩য় ধাপ) কোর্স উদ্ভোধন করা হয়।
২২ মার্চ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস’র এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন আনসার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক হিরা মিয়া, বিএএমএস, পিএএমএস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব।
উক্ত প্রশিক্ষণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১১ থেকে ১৫ নং ওয়ার্ড পর্যন্ত ৫টি ওয়ার্ডের বাছাইকৃত ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা অংশগ্রহণ করেন।##