প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়াও দোয়া,মিলাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার রাণীনগর-আত্রাই সড়কের পাশে চকমনু নামক স্থানে নিজস্ব এই নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।
প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকা অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রশিকার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার এরিয়া ম্যানেজার নুর হোদার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিকার সিনিয়র পরিচালক কামরুল হাসান কামাল,পরিচালক ইনছার আলী পাশা,উপ-পরিচালক গোলাম আজম, কেন্দ্রীয় ব্যবস্থাপক হারুন অর রশিদ, তৃণমূল জনসংগঠনের সভাপতি জাফের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।