মিথুনের দুর্দান্ত হাফ সেঞ্চুরি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও অধিনায়ক তামিম ইকবালের পর এবার হাফ সেঞ্চুরি তুলে নিলেন মোহাম্মদ মিথুন।

৪৫ বলে ৫টি বাউন্ডারি ও ২টি ছক্কায় ৫৮ রানে অপরাজিত আছেন মিথুন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে বাংলাদেশ। মোহাম্মদ মিথুন ৫৮ ও মাহমুদুল্লাহ ১৩ রানে অপরাজিত আছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ০ রানে আউট হন লিটন দাস। দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির চতুর্থ বলে পুল করতে গিয়ে শটে থাকা উইল ইয়ংয়ের ক্যাচে তিনি সাজঘরে ফিরেন। এর পর তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকারের জুটি অর্ধশতক ছাড়িয়ে যায়। মিশেল স্যান্টনার তামিম-সৌম্যর জুটি ভেঙে দেন। ২০.১ ওভারের মাথায় ৩২ রান করে আউট হন সৌম্য সরকার।
এরপর ব্যক্তিগত ৭৮ রানে বিদায় নিয়েছেন তামিম ইকবালও। পরে ৩৪ রানে বিদায় নেন মুশফিকুর রহিম।

ডানেডিনে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার হাসান মাহমুদের চোটের কারণে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে নিউজিল্যান্ড একই দল নিয়ে মাঠে নেমেছে।

Share this post

scroll to top