বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পেলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স

Prince প্রিন্সবিএনপির কেন্দ্রীয় দপ্তর সামলানোর দায়িত্ব পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক চিঠিতে তাকে এই দায়িত্ব দিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রিন্সকে এই দায়িত্ব দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।

প্রিন্স বলেন, মহাসচিবের চিঠি পেয়ে শনিবার থেকে আমি দপ্তরে বসছি।

এর আগেও গত বছরের ১৩ অক্টোবর রিজভী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে প্রিন্সকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। গত ১৭ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন রুহুল কবির রিজভী।

Share this post

scroll to top