সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এক যাত্রী নিহত এবং নারী-শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের তেরমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম মো. মোফাজ্জল হোসেন (৪০)। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মোহনা গ্রামে। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন- একই এলাকার জয়নাল মিয়া (৬০), হারুন মিয়া (৪৫), আবদুস সামাদ (৫০), মফিজ মিয়া (৫০), মো. জুয়েল খান (৫৭), শাহিন মিয়া (১২), মোছা. রুকসানা বেগম (২৮), এরশাদ মিয়া (৪০), মোছা. আয়শা বেগম (৫০), আলম মিয়া (৪২), মোছা. রুজিনা আক্তার (২৭)।
তাজপুর ফায়ার সার্ভিসের সদস্য ফরহাদ জানান, ময়মনসিংহের ভালুকা থেকে সিলেট হযরত শাহ জালাল (রা.) মাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৌখিন পরিবহনের বাসটি তেরমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় ও খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী মোজাম্মেল ঘটনাস্থলেই মারা যান।