নিউজিল্যান্ড সফরের শুরুটা মোটেও ভালো হলো না টাইগারদের। স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ। ফলাফল- বড় ব্যবধানে হার। বাংলাদেশের দেওয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এর আগে ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় তামিমরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারার পর তামিম ইকবাল প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে চাননি। দেননি কোনো অজুহাতও। সরাসরি নিজেদের দায়ী করেছেন তিনি।
৮ উইকেটে হারা ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘কোনো সন্দেহ নেই তারা খুব ভাল বল করেছে। কিন্তু আমরা কেবল নিজেদের দায়ী করতে পারি। ব্যাটিং নিয়ে আমাদের যে গর্ব তার আশেপাশে ছিলাম না। আমরা এখানে অনেকদিন আছি। কাজেই প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে পারছি না। আমাদের জন্য তা নতুন কিছু না।’
তামিম এখন পরের ম্যাচে তাকিয়ে, ‘সবাই জানে প্রত্যাশাটা কী। আশা করছি পরের ম্যাচে ভালো পারফর্ম করব।’
বাংলাদেশ শনিবার টস হেরে আগে ব্যাট করে ১৩১ রানে অলআউট হয়। ২১.২ ওভারে ম্যাচটি জিতে নেয় স্বাগতিকেরা।