৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০২১

bcs৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০২১ ময়মনসিংহ লাইভ এর পাঠকদের সুবিধার্থে দেয়া হলো

বাংলাদেশ বিষয়াবলী >>>

১ । সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি
= ২৫
২। বাংলাদেশের সর্ব দক্ষিণে
= সেন্টমার্টিন
৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য
= ৫টি
৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ?
= বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
৫। কে বীরশ্রেষ্ঠ নয়
= মুন্সি আব্দুর রহিম
৬। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয়
= ৭ মার্চ ১৯৭৩
৭। প্রান্তিক হৃদ কোথায়
= বান্দরবান
৮। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে
= ২২-২৪ ফেব্রুয়ারি
৯। বঙ্গবন্ধুক জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়

২৩মে ১৯৭৩ (মানে উত্তর নাই)
১০। ঐতিহাসিক ছয় দফায় যে দাবিটি ছিল না
= বিচার ব্যবস্থা
১১। মাৎসনায় বাংলার কোন সময়কাল
= ৭ম-৮ম
১২। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়
=আলাউদ্দিন হোসেন শাহ
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে
= নওয়াব সলিমুল্লাহ
১৪। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী
= খাজা নাজিমউদ্দিন
১৫। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায়
= খাগড়াছড়ি
১৬। বাংলার সেন বংশের শেষ শাসন কর্তা
= লক্ষণ সেন
১৭। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম
= পুণ্ড্র
১৮। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়
= সন্তোষে
১৯। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়
= ১১ এপ্রিল, ১৯৭১
২০ । কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য ন
= ৭ (খ)
২১। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয়
= তত্ত্বাবধায়ক সরকার
২২। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়
= ৪র্থ
২৩। কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায়
= গারো
২৪। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয়
= IMF –এর বেইল আউট প্যাকেজ (সিওর না)
২৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়
=শশাঙ্ক
২৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন
= পঞ্চম জর্জ
২৭। ঢাকা শহরের গোড়াপত্তন হয়
=মুঘল আমলে
২৮। স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করে
= জাবেদ করিম
২৯। পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে
= ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
৩০ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আন্তর্জাতিক বিষয়াবলি>>>

১. জাতিসংঘের যে সংস্থা করোনাকে প্যানডেমিক ঘোষণা করে- WHO
২. ডেমোক্রেটিক দলের মনোয়ন পেতে যত ডেলিগেট প্রয়োজন- ১৯৯১
৩. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর- অ্যাঞ্জেলা মার্কেল
৪. WMD full form- Weapons of Mass Destruction
৫. আইসিজের রায়ে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ- ৪টি আদেশ
৬. আইনের শাসন সূচকে শীর্ষ দেশ- ডেনমার্ক
৭. বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে- UNCTAD
৮. ২০১৯ সালের নোবেল পুরস্কার- ইরিত্রিয়া ও ইথিওপিয়া বিরোধ নিষ্পত্তির জন্য
৯. ইনকা সভ্যতা- দক্ষিণ আমেরিকা
১০. রাশিয়ার সামরিক ঘাঁটি- ভিয়েতনাম
১১. ফিনল্যান্ড কলোনি ছিলো-রাশিয়া
১২. মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে- গাম্বিয়া
১৩. ন্যাটো প্রতিষ্ঠা- ১৯৪৯
১৪. এশিয়া-আফ্রিকা পৃথককারী প্রণালি- বাবেল মান্দেব
১৫. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদাদানকারী দেশ- সিয়েরালিওন
১৬. জাতিসংঘ নামকরণ করেন- রোজভেল্ট
১৭. মুসলিম দেশ ন্যাটোর সদস্য- তুরস্ক
১৮. মুদ্রা তহবিল গঠন- ১৯৪৪ সালে (১৯৪৫ হবেনা, ৪৫ এ কার্যকর হয়, প্রতিষ্ঠা ১৯৪৪)
১৯. কলকাতা থেকে দিল্লিতে রাজধানী- ১২ ডিসেম্বর ১৯১১ (মানে সঠিক উত্তর নাই)
২০. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয় -সিয়েরা লিওন
ভূগোল>>>

১. মার্বেল-রূপান্তরিত শিলা
২.বেঙ্গল ফ্যান-বঙ্গোপসাগরে
৩.বঙ্গবন্ধু দ্বীপ-সুন্দরবনের দক্ষিণে
৪.UDMC-Union Disaster Management Committee
৫.সত্য নয়- গোবি ভারতে অবস্থিত
৬.সবচেয়ে প্রাচীন বসতি-পুন্ড্রবর্ধন
৭.একই পরিমাণ বৃষ্টিপাত-আইসোহাইট
৮.মধ্যম উচ্চতার মেঘ- উত্তর নাই (আল্ট্রোকিউ্যমুলাস ও আল্ট্রো স্ট্রেটাস)
৯.দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস-জানুয়ারি
১০.প্যারিস চুক্তি-জলবায়ু পরিবর্তন হ্রাস

নিয়োগ থেকে আরও পড়ুন
গণিত>>

১. বর্গসংখ্যা —১/২২
২. অসীম পদ—-৪/৩৩
৩.√-8 * √-4= -4
৪.m= 2, n=20
৫.চিনির ব্যবহার-১১.১৯%
৬.ত্রিভুজের ক্ষেত্রফল =২৭√৩
৭.ক্ষেত্রফল–৫%
৮.কোণ CDA =110
৯.দল গঠন-৩০ জন
১০.x^3 +6= 6x
১১.বড় ভগ্নাংশ 6/13
১২. 1/a^2 + 1/b^2= 25/144
১৩.মূলধন-৯৬৮ টাকা
১৪.log e= 2
১৫.5x+8.5x+16.5x = -1 হলে X=-2
ইংরেজি সাহিত্য>>

১.Hamlet-Denmark
২.Was this–Faustus
৩.Alfred character-Pygmalion
৪.Why, then, tis none- Hamlet
৫.Scientific –H.G wells
৬.Adela characters- A passage to india
৭.Shylock–The merchant of venice
৮.Vanity Fair-W.M Thackeray
৯.Pip Chararcters-Great Expectations
১০.Lady chatterleys Lover–The Rainbow
১১.Not romantic- T.S Eliot
১২.Birthday Party–Harold Pinter
১৩.Time held me–Fern Hill
১৪.Love song of j.Alfred- T.S.Eliot
১৫. Made week by- Alfred টেন্ন্যসন

বাংলা>>

১। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস
= চোখের বালি
২। জেল জীবন কেন্দ্রিক উপন্যাস
= গঙ্গা
৩। ডিঙি টেনে বের করতে হবে । কোন ধরনের বাক্যের উদাহরণ
= ভাববাচ্য
৪। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত
= সমরেশ বসু
৫। পরানের গহীন ভিতর –কাব্যের রচয়িতা
= সৈয়দ শামসুল হক
৬। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা
= স্মৃতিস্তম্ভ
৭। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো – এ বাক্য কোন ধরনের
=অনুজ্ঞাবাচক
৮। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই
= বাক্যতত্ত্ব
৯। কোন বানানটি শুদ্ধ
= মনঃকষ্ট
১০। প্রচুর+ য= প্রাচুর্য কোন প্রত্যয়
= তদ্ধিত
১১। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপ
= ফলা
১২। পাচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল
= দাশরথি
১৩। চারণকবি হিসেবে বিখ্যাত কে ?
= মুকুন্দদাস
১৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ’নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র
= চারুলতা
১৫। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ
= শশব্যস্ত
১৬। অপিনিহিতির উদাহরণ কোনটি
= আজি> আইজ
১৭। কুসীদজীবী বলতে বোঝায়
= সুদখোর
১৮। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি
= আলুনি
১৯। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
= রামচন্দ্র বিদ্যাবাগীশ
২০। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান
= সৈয়দ শামসুল হক
২১। সব কিছু নষ্টদের অধিকারে যাবে- গ্রন্থটির রচয়িতা কে ?
= হুমায়ুন আজাদ
২২। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক
= কী চাহ হে শঙ্কচিল
২৩। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি ?
= নাঢ়াই – শওকত আলী
২৪। কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে বৃটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে । কোন বইটি বাজেয়াপ্ত হয় ?
= যুগবাণী
২৫। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা ১৯৭২ সালে প্রকাশিত হয় । উপন্যাসটির নাম কী ?
= ১৯৭১
২৬।সোমত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে
= সমর্থ
২৭। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ?
= অক্ষর
২৮। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন
= ক্লিনটন বি সিলি
২৯। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন – এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে
= বাবা ছেলেকে বললেন, ‘’তুমি দীর্ঘজীবী হও’’ ।
৩০। চর্যাপদের টীকাকারের নাম কী ?
= মুনিদত্ত
৩১। কোন বানানটি শুদ্ধ ?
= সময়পোযোগী (বিভিন্ন পত্রিকার বানান দেখেন)
স্বত্ব ভুল
৩২। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস
= চিলেকোঠার সিপাই ।
৩৩। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে
= শ্রীচৈতন্যদেব
৩৪। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়
= কুষ্ঠিয়া জেলার কুমার খালী
৩৫। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপচার্য পদত্যাগ করেছিলেন ?
= বিচারপতি আবু সাঈদ চৌধুরী

কম্পিউটার >>>

১. Apache-web server
২. হাব-star
৩.can’t boot- operatibg system না থাকলে
৪.Microsoft IIS-web server
৫.Anti virus নয়- Oracle
৬.Blue tooth–10-100 মিটার
৭.শুধু বাইনারি কোড-machine language
৮.Logic 0–NAND Gate
৯.API is the acronym for Application Programming Interface
১০.দূরত্ব সবচেয়ে কম-Bluetooth
১১.ক্লাউড – সবগুলো
১২.১ এর কমপ্লিমেনট-০১১
১৩.RFID-Radio Frequency Identification
১৪.[A+B]| = A| + B|
১৫.আইটেমসমূহ–Stack

Science>>

৪১তম বিসিএস প্রিলির বিজ্ঞান ও প্রযুক্তি অংশের সমাধান

১। আলােকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
উত্তরঃ দূরত্ব

২। সুর্যের নিকটতম নক্ষত্রের নাম-
উত্তরঃ প্রক্সিমা সেন্টাউরি

৩। ১০০ ওয়াট এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
উত্তরঃ ৩৬০০০০ জুল

৪। ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি–
উত্তরঃ টাংস্টেন

৫। গ্রাফিন (graphene) কার বহুরূপী?
উত্তরঃ কার্বন

৬। আইন্সটাইন নােবেল পুরস্কার পান–
উওরঃ আলােক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

৭। মানবদেহে লােহিত কণিকার আয়ুস্কাল কত দিন?

উত্তরঃ – উপরের কোনটিই নয় –

৮। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
উত্তরঃ COD > BOD

৯। পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল

উত্তরঃ ১৯৯৭

১০। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তরঃ স্ট্রাটোমন্ডল

১১। কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
উত্তরঃ ক্লোরােপ্রিক্রিন

১২। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
উত্তরঃ সাগরের পানিতে

১৩। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী
উত্তরঃ আর্টারি

১৪। প্রােটিন তৈরি হয়–
উত্তরঃ অ্যামিনাে অ্যাসিড দিয়ে

১৫। কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বোনেট

Share this post

scroll to top