শেরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের সকল দপ্তরে, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা অডিটরিয়ামে ইউএনও হেলেনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু বক্তব্য রাখেন। এ ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহামেদ বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক, এডভোকেট গোলাম কিবরিয়া ভুলু প্রমুখ বক্তব্য রাখেন।

পরে শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এরপর ১২টার সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সহসভাপতি মো.দলীল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Share this post

scroll to top