ময়মনসিংহ সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে ময়মনসিংহ সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশ গঠনের রাজনৈতিক অবদান ও মহান মুক্তিযোদ্ধে তাঁর অবদান ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে র্যালি ও রোড মার্চের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ড এর জিওসি লে. জেনারেল এস এম মতিউর রহমান।
এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল।