বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শত পতাকা উত্তোলন করেছে নেত্রকোনার শত ক্ষুদে মুজিব।
দিবসটি উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শত অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার সকাল ১০ টায় শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে শিশুদের দিয়েই এই পতাকা উত্তোলন করা হয়। এসময় ক্ষুদে একশ’ মুজিবের সাথে মুক্তিযোদ্ধারাও অংশ নেন। উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
সাথে ছিলেন জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান।
পতাকা উত্তোলন শেষে একশ’ বেলুন উড়িয়ে দেওয়া হয় আকাশে।
পরে মুক্তমঞ্চের সামনে শিশুদের নিয়ে ১০০ পাউন্ডের কেক কাটেন প্রতিমন্ত্রী।
এসময় শিশুরা মুক্তিযোদ্ধাদের কেক খাইয়ে দেয়।
এই দিবসের মধ্য দিয়ে একশ’ দিনে অনুষ্ঠিত হওয়া শত অনুষ্ঠানের অনলাইন লিংক উদ্বোধন করা হয়েছে।
পরে শত ক্ষুদে শিশু বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবি রইছ মনরমের থিম সং পরিবেশন করে।
এরপর শত অনুষ্ঠানের পরিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই ‘যদি রাত পোহালেই শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’ গানটি হাওয়াইয়ান গিটারে বাজিয়েছেন শিল্পী মনোয়ারা আক্তার মিনু।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় জেলার মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি সকল সংগঠনের পক্ষ থেকে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।